Smart Brands
Trending

স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ স্মার্টফোনে চালু করেছে গুগল

গুগল দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন থেকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠানোর প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। এর ফলে, বিশ্বের বিভিন্ন স্থানের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সেবা ব্যবহারের জন্য অপেক্ষায় রয়েছেন। অবশেষে গুগল ঘোষণা করেছে যে, এই বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বিপদবার্তা পাঠানোর সুবিধা চালু করা হবে। প্রাথমিকভাবে, যুক্তরাষ্ট্রের ‘পিক্সেল ৯‘ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ স্মার্টফোনে চালু করেছে গুগল
স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ স্মার্টফোনে চালু করেছে গুগল

স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর এই সুবিধা চালু হলে, মোবাইল বা ইন্টারনেট নেটওয়ার্ক না থাকলেও বার্তা পাঠানো সম্ভব হবে। এই সুবিধার জন্য জারমিন এবং স্কাইলো কোম্পানির প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে, যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে এই সেবা চালু হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে অ্যাপল যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্ট অঞ্চলে ইমার্জেন্সি এসওএস সেবা চালু করে। এই সেবার মাধ্যমে আইফোন ১৪ এবং তার পরবর্তী মডেলের ব্যবহারকারীরা স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠানোর সুযোগ পান। ইতোমধ্যেই এই সেবা কয়েকজন আইফোন ব্যবহারকারীর জীবন রক্ষায় সহায়ক হয়েছে।

তথ সূএ: প্রথম আলো

আরো জানতে পারেনGoogle Tensor G4 চিপসেটে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হচ্ছে Google Pixel 9 Pro 5G

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *