Smartphones

সপ্তাহের মধ্যে লঞ্চ হতে চলেছে মিড রেঞ্জের ৪টি স্মার্টফোন

প্রতিমাসেই স্মার্টফোন বাজারে আসে তা কম অথবা বেশি। তবে এবার এই সেপ্টেম্বর মাসে অর্ধেক শেষ হলেও মধ্যবিওের জন্য তেমন কোন স্মার্টফোন বাজারে আসেনি। তবে অপেক্ষার ফল ভালো হয়। চলতি মাসের এই সপ্তাহের মধ্যে বাজারে আসতে চলেছে দারুন ৪টি স্মার্টফোন। এই স্মার্টফোনগুলি কম বাজাটের সেরা স্মার্টফোন হিসেবে বিবেচিত। তাহলে দেরি কেন আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক।

সপ্তাহের মধ্যে লঞ্চ হতে চলেছে মিড রেঞ্জের ৪টি স্মার্টফোন এর তালিকায় রয়েছে Lava Blaze 5G, Honot 200 Lite, Motorola Edge 50 Neo,Inifinix Zero 40 5G।  তাহলে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

সপ্তাহের মধ্যে লঞ্চ হতে চলেছে মিড রেঞ্জের ৪টি স্মার্টফোন
সপ্তাহের মধ্যে লঞ্চ হতে চলেছে মিড রেঞ্জের ৪টি স্মার্টফোন

মোবাইলটি ভারতীয় বাজারে লঞ্চ হবার তারিখ আগামী 19 সেপ্টেম্বর ২০২৪। মোবাইলটির প্রত্যাশিত মূল্য বাংলাদেশে হতে পারে প্রায় ১৭,০০০ টাকা। এই ফোনটিতে 6GB RAM এবং MediaTek Dimensity 6300 চিপসেট থাকতে পারে। ক্যামেরার দিক থেকে, এটি 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরার সমন্বয়ে ফোনটি লঞ্চ হবে। 5000mAh ব্যাটারি সহ ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিসপ্লের ক্ষেত্রে, এতে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.56 ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে।

HONOR 200 Lite মোবাইলটি ভারতীয় বাজারে লঞ্চ হবার সম্ভাব্য তারিখ 22 সেপ্টেম্বর ২০২৪। বাংলাদেশে মেবাইলটির প্রত্যাশিত মূল্য হতে পারে প্রায় ২৫,০০০ টাকা। ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা এবং 108MP রেয়ার ক্যামেরা থাকবে। 8GB RAM এবং 8GB Virtual RAM সহ MediaTek Dimensity 6080 প্রসেসর দিয়ে এটি চালিত হবে। 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, এবং 4,500mAh ব্যাটারি যা 35W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, এই ফোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

Motorola Edge 50 Neo ভারতীয় বাজারে মোবাইলটির লঞ্চ হবার তারিখ আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর ২০২৪। মোবাইলটি বাংলাদেশে প্রত্যাশিত মূল্য হতে পারে প্রায় ৩৩,০০০ টাকা। MIL810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP68 রেটিং সহ Motorola Edge 50 Neo ফোনটি বাজারে আসছে। এতে থাকবে 8GB RAM এবং MediaTek Dimensity 7300 প্রসেসর। ফোনটির ডিসপ্লে 6.4 ইঞ্চির LTPO প্রযুক্তি সমৃদ্ধ 120Hz রিফ্রেশ রেট সহ। ফটোগ্রাফির জন্য রয়েছে 50MP রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 4,310mAh ব্যাটারি, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Infinix Zero 40 5G মোবইলটি ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। মোবাইলটির দাম বাংলাদেশে হতে পারে প্রায় ২৫,০০০ টাকা। Infinix Zero 40 5G ফোনটি 18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটির মূল্য আনুমানিক 20,000 টাকার মধ্যে হবে। এতে থাকবে 12GB RAM এবং MediaTek Dimensity 8200 প্রসেসর। 6.74 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট সহ আসবে ফোনটি। ফটোগ্রাফির জন্য 108MP রেয়ার ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

প্রত্যাশা করা যাচ্ছে যে এই মোবাইল গুলি ভারতীয় বাজারে অফিশিয়ালি লঞ্চ হবার পর মোবাইলগুলি খুব দ্রুত বাংলাদেশে লঞ্চ হবে।

আরো জানতে পারেন: Xiaomi 14T Pro এর স্পেসিফিকেশন জেনে নিন,Mediatek Dimensity 9300+চিপসেট থাকছে

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *