Smartphones
Trending

যদি হাত থেকে পড়ে যায়, তবুও সহজে ভাঙবে না এই ফোন

হাত থেকে ফোন পড়ে যাওয়ার ঘটনায় চিন্তার কোনো কারণ নেই। অসতর্কতার কারণে ফোনের অংশে ক্ষতি হতে পারে, পর্দায় দাগ বা ফাটলও দেখা দিতে পারে। এতে ফোনটি ব্যবহারে সমস্যা হতে পারে। এই চিন্তায় কম বেশি আমরা সকলে থাকি তবে এবার বাজারে নতুন একটি চমক এসেছে, যদি হাত থেকে পড়ে যায়, তবুও সহজে ভাঙবে না এই ফোন।

যদি হাত থেকে পড়ে যায়, তবুও সহজে ভাঙবে না এই ফোন
C61

তবে পড়ে যাওয়ার পরও টেকসই থাকবে, অ্যান্টি-ড্রপ প্রোটেকশন সুবিধাসহ নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে রিয়েলমি। C61 মডেলের এই ফোনটি পানির ছিটে হলেও নষ্ট হয় না, তাই ভেজা হাত দিয়েও ব্যবহার করা সম্ভব। ফোনটির মূল্য ১৪,৯৯৯ টাকা।

তথ্যসূএ থেকে জানা গিয়েছে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম পরিচালিত  রিয়েলমি ইউআই অপারেটিং সিস্টেমের অধীনে পরিচালিত একটি স্মার্টফোন।  ফোনটির স্ক্রিনের বা ডিসপ্লের আকার ৬.৭৪ ইঞ্চি। ইউনিসক টাইগার টি৬১২ অক্টা-কোর প্রসেসরের মাধ্যমে একসঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পন্ন করা যায়।

ফোনটির পিছনে ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ৬ গিগাবাইট র‍্যাম সহ ফোনটির স্টোরেজ ১২৮ গিগাবাইট। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, যা একবার চার্জে দুই দিন চলতে সক্ষম। মোবাইলটি ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ করা যায়।

এছাড়া ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট। এক কথায় অসাধারণ, আমরা খুব দ্রুত মোবাইলটি সম্পর্কে রিভিউ প্রকাশ করবো।

আপনি আরো জানতে পারেন: Realme 13 ক্যামেরার রিভিউ লিক হয়েছে

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *