মাএ ৯৪৯০ টাকায় itel S23, না জানলেই মিস
Itel S23 এবার বাজারে নিয়ে এসেছে ধামাকা অফার। ১ হাজার টাকা ছাড়ে বাংলাদেশের বাজারে এখন এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে এই মোবাইলটি অফিসের এই বাংলাদেশের বাজারে লঞ্চ করে এবং লঞ্চ করার সাথে সাথে বাংলাদেশে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে মোবাইলটি কম বাজেটের অসাধারণ একটি স্মার্টফোন হওয়ায় গ্রাহকের পছন্দের তালিকায় সেরা স্থানে রয়েছে এই মোবাইলটি।
মোবাইলটিতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার বড় ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে মোবাইলটি সার্ভিস প্রদান করে। এছাড়া ফোনটির ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা। ডিসপ্লের ক্ষেত্রেও ফোনটিতে ৬.৬ ইঞ্চি বড IPS LCD ডিসপ্লে ফোটিতে পাওয়া যাবে।
বাংলাদেশের বাজারে মোবাইলটির ৪জিবি+১২৮ জিবি বর্তমানে মাত্র ৯৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে যা পূর্বে তুলনায় ১০০০ টাকা কম।
Itel S23 এর স্পেসিফিকেশন
- মোবাইলটিতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি এবং মোবাইল দিয়ে চার্জ করার জন্য ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
- মোবাইলটির পিছনে ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ যা যথাক্রমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা +০.০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে মোবাইলের সেলফি ক্যামেরায় ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
- মোবাইলটিতে চিপসে হিসেবে ব্যবহার করা হয়েছে এর ১২ ন্যানোমিটার চিপসেট। তবে মোবাইলটিতে অফারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১২ ।
- ডিসপ্লে টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD তবে 90Hz রিফ্রেশ সেট মোবাইলটির ডিসপেন্সে রয়েছে এবং মোবাইলটির ডিসপ্লের আকার 6.6 ইঞ্চি।
- মোবাইলটির ওজনের দিক থেকে তেমন ভারী নয় কারণ মোবাইলটি মাত্র ১৯৫ গ্রাম ওজনের।
- এছাড়াও এই ফোনটির আরো একটি ফিচার হচ্ছে মোবাইলটির রোদে রাখলে মোবাইলটির পিছনের রং পরিবর্তন হয়।
বর্তমানে যেহেতু মোবাইলটি কম দামে পাওয়া যাচ্ছে এই বাজেট অনুসারে মোবাইলটি বাজারের সবথেকে সেরা স্মার্ট ফোন।
আরো জানতে পারেন: Realme V60 Pro এখন মাত্র ৩০ হাজারে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)