Smartphones

ভিভো ভি৩০,সর্বাধিক মুগ্ধকর ফিচার স্মার্ট অরা লাইট ৩.০

মে মাসে নতুন স্মার্টফোন হিসেবে বাজারে এসেছে ভিভো ভি সিরিজের স্মার্টফোন ভিভো ভি ৩০। এই স্মার্টফোনের লঞ্চ হওয়ার আগে ও পড়ে বিশাল একটি আয়োজন করা হয় যা গ্রাহকদের তীব্র ভাবে আকর্ষণ করে। মোবাইলটি যেমন ভালো তেমনি মোবাইলটির ফিচারও দূরান্ত।  ফোনটি কালার অপশন হিসেবে ‘পিকক গ্রিন’ এবং ‘নোবেল ব্ল্যাক’ রঙে পাওয়া যাচ্ছে। তবে মোবাইলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে ১৯ গুন বড় স্মার্ট অরা লাইট ৩.০।

এটি তৃতীয় প্রজন্মের পোট্রেট ফটোগ্রাফির জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন। এবারের অরা লাইটের আকার পূর্বের চেয়ে অনেক বড় এবং এর ডিজাইনও ভিন্ন। এতে রয়েছে স্মার্ট কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এবং ডিসটেন্স সেনসেটিভ লাইটিং সুবিধা, যা লো লাইট পোর্ট্রেট ফটোগ্রাফিতে ৫০ গুণ বেশি সফট লাইট প্রদান করে। ছবির বিষয়বস্তু কাছাকাছি বা দূরে অবস্থান করলেও, আলো প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হবে।

ভিভো ভি৩০,সর্বাধিক মুগ্ধকর ফিচার স্মার্ট অরা লাইট ৩.০
ভিভো ভি৩০,সর্বাধিক মুগ্ধকর ফিচার স্মার্ট অরা লাইট ৩.০

প্রযুক্তি ও ফ্যাশনের মিশেলে অরা লাইট আরও স্মার্ট ও উজ্জ্বল হয়ে উঠেছে। ভিভো ভি৩০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, যা ১১৯০ ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ে ছবি তোলার সুবিধা প্রদান করে। এটি বিশেষভাবে গ্রুপ ফটোগ্রাফির জন্য উপযোগী। এর সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেক্টার্ম) ট্রু কালার মেইন ক্যামেরা, যা ছবির প্রকৃত রঙ ধারণ করতে সক্ষম। 

ফ্রন্ট সাইডে ব্যবহৃত ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস গ্রুপ সেলফি ক্যামেরার ফিল্ড অফ ভিউ ৯২০ ডিগ্রি, যা আপনাকে পারফেক্ট সেলফি তুলতে সাহায্য করবে। এছাড়াও স্মার্টফোনটির নাইট পোর্ট্রেট এবং উচ্চ রেজোলিউশনের ছবি তোলার জন্য বিশেষ ক্যামেরা ফিচার রয়েছে। লাইভ ফটো, মাইক্রো মুভি, ডুয়েল ভিউ, প্যানো, ডকুমেন্ট, স্লো-মো, টাইম ল্যাপস, সুপারমুন, এস্ট্রো, প্রো, স্ন্যাপসট, ফুড ইত্যাদি ফিচারের মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা পাওয়া যাবে।

আরো জানতে পারেন: OnePlus সবচেয়ে কম দামি ফোন লঞ্চ হয়েছে দেখে নিন

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *