আমরা এমনই কেউ নেই যারা স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসি না।তবে আমাদের সকলের চাহিদা আমরা যেন বাজেট অনুযায়ী একটি ভালো ক্যামেরার সেলফি ক্যামেরার স্মার্টফোন পাই। আর ব্যবহারীদের কথা চিন্তা করে ভারতে লঞ্চ হলো 32MP ডুয়াল ক্যামেরার স্মার্টফোন।মোবাইলটি তৈরি করা হয়েছে Xiaomi মোবাইল কর্তৃক ও মোবাইলটির মডেল হচ্ছে Xiaomi 14 Civi। তাহলে দেরি না করে আসুন আমরা Xiaomi 14 Civi স্মার্টফোনটির স্পেসিফিকেশন আগে জেনে নি
Xiaomi 14 Civi এর স্পেসিফিকেশন
- Xiaomi 14 Civi ফোনের সামনে 32 মেগাপিক্সেলের দুটি লেন্স সহ AI ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরায় তোলা ছবি খুব স্পষ্ট ও ছবির মান একদম পারফেক্ট।
- অন্যদিকে মেবাইলটির পিছনের ক্যামেরায় Xiaomi 14 Civi ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে, যেখানে Leica লেন্স ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ আসে। এছাড়া একটি 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে, যা 50mm Leica প্রফেশনাল পোর্ট্রেট টেলিফটো লেন্স সাপোর্ট করে। পাশাপাশি, 12-মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে, যা 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।
- স্মার্টফোনটি অর্থাৎ Xiaomi 14 Civi স্মার্টফোনে নতুন Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য উপযুক্ত। পাশাপাশি এতে T1 সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপও দেওয়া হয়েছে। Xiaomi 14 Civi ভারতে যে ভ্যারিয়্যান্টে এসেছে তা হলো 12GB LPDDR5X RAM এবং 512GB ROM।
- Xiaomi তাদের এই ফোনের স্ক্রিনকে “ফ্লোটিং কোয়াড-কার্ভ ডিসপ্লে” নামে অভিহিত করেছে। এতে 6.55 ইঞ্চির AMOLED প্যানেল রয়েছে, যার রেজলিউশন 1236 x 2750 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus 2 ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এই স্ক্রিনে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট সহ 3000 নিটস পর্যন্ত উজ্জ্বলতা রয়েছে।
- মোবাইলটিতে ৪৭০০ মিলিম্পিয়ারের ব্যাটারি রয়েছে ও মোবাইলটি আপনি ৬৭ ওয়ার্টের ফাস্ট চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ করতে পারবেন।
এ ছাড়া এই ফোনটিতে প্রয়োজনীয় সকল ফিচার রয়েছে যা এক কথায় অসাধারণ। মোবাইলটি 5G স্মার্টফোন । আপনি আরো একটি স্মার্টফোনের লেটেস্ট নিউজ জানতে পারেন: 16.71% ডিসকাউন্টে মিলছে Oppo A9 (2020)
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)