Smartphones
ফোনের ব্যাটারি ফুলে গেলে করণীয় কি
স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে করনীয় কি? এমন চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে প্রতিনিয়ত চলমান থাকে।বর্তমান সময়ে এমন কোন মানুষ পাওয়া যাবে না বলতে গেলেই যারা জীবনে একবার হলেও স্মার্টফোন ব্যবহার করেননি । আর তাদের মধ্যে অনেকেই রয়েছেন এই সমস্যায় সম্মুখীন হয়েছেন ।স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে আমাদের সকলের উচিত এ সম্পর্কে সচেতন হওয়া।
স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে করণীয় কি এ সম্পর্কে আমাদের অনেকেরই কোন তথ্য জানা নেই ।আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে জানাবো স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে আপনি কি করবেন। তাহলে দেরি না করে আজকের আলোচনাটি শুরু করা যাক।
- ব্যাটারিটি অবিলম্বে ব্যবহার বন্ধ করুন:যদি ফোনের ব্যাটারি ফুলে যেতে দেখেন, সঙ্গে সঙ্গে ফোন ব্যবহার বন্ধ করুন এবং ফোন বন্ধ করে রাখুন। ব্যাটারি ফুলে যাওয়া অবস্থায় চার্জ দেওয়া বা ফোন চালু রাখা বিপজ্জনক হতে পারে।
- ব্যাটারি পরিবর্তন করুন: ফুলে যাওয়া ব্যাটারি অবিলম্বে প্রতিস্থাপন করা উচিত। আপনার ফোনের আসল ব্যাটারি পাওয়ার জন্য কোনো অনুমোদিত সার্ভিস সেন্টার বা নির্ভরযোগ্য দোকানে যোগাযোগ করুন।
- ব্যাটারি ফুটো করার চেষ্টা করবেন না: কোনওভাবেই ফুলে যাওয়া ব্যাটারি ফুটো করার চেষ্টা করবেন না। এটি গ্যাস নির্গত করতে পারে এবং আগুন বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
- ফুলে যাওয়া ব্যাটারি সঠিকভাবে নিষ্পত্তি করুন: ব্যাটারিটি সাধারণ আবর্জনার সঙ্গে ফেলে দেবেন না। অনুমোদিত ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র বা ব্যাটারি রিসাইক্লিং স্থানে জমা দিন। ব্যাটারির ভেতরে থাকা রাসায়নিক পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
- ফোন ব্যবহার করার অভ্যাস পরিবর্তন করুন: ব্যাটারি ফুলে যাওয়ার একটি সাধারণ কারণ হলো অতিরিক্ত চার্জ দেওয়া বা তাপমাত্রার পরিবর্তন। ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করুন এবং সঠিক সময়ে চার্জ বন্ধ করুন।
- ভুল চার্জার বা ক্যাবল ব্যবহার এড়িয়ে চলুন: নিম্নমানের বা অরিজিনাল নয় এমন চার্জার ব্যবহার করা ব্যাটারি ক্ষতির কারণ হতে পারে। ফোনের আসল চার্জার ও ক্যাবল ব্যবহার করা উচিত।
আরো জানতে পারেন: ব্যাক কভার স্মার্টফোনে ভাল না ক্ষতিকর?
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)