দুর্দান্ত ফোন হিসেবে স্বীকৃতি পেল Lava Agni 3, এবার বাজারে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Lava স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি। মোবাইলটি বর্তমানে অফিশিয়ালি লঞ্চ হয়নি তবো তারা ঘোষণা দিয়েছে যো আগামী ৯ অক্টোবর মোবাইলটি আন্তর্জাতিক বাজারে আসতে পারে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে Lava Agni 3 সম্পর্কে জানাবো। তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Lava Agni 3 এর দাম বাংলাদেশ ও ভারতে কত
Lava Agni 3 দাম বাংলাদেশে ২২,০০০ টাকা হতে পারে ও ভারতীয় বাজারে মোবাইলটির দাম ১৫,০০০ টাকার আশেপাশে থাকতে পারে। মোবাইলটি অফিশিয়ালি ৯ তারিখে লঞ্চের পর বিস্তারিত জানা যাবে মোবাইলটির দাম প্রকৃতভাবে কত।
Lava Agni 3 লিক হওয়া স্পেসিফিকেশন
- Lava Agni 3 একটি 5G স্মার্টফোন।
- মোবাইলটির বডি 163.7 x 75.5 x 8.8 মিলিমিটার।
- মোবাইলটির ওজন মাএ ২১২ গ্রাম।
- 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং 1200 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে ফোনটি।
- মোবাইলটি Android 14 অপারেটিং সিস্টেমে চলে এবং Mediatek Dimensity 7300X চিপসেট রয়েছে ফোনটিতে।
- বেশ বড় ব্যাটারি ফোনটিতে রয়েছে যা, 5000 mAh ব্যাটারি, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- ফোনটিতে 50 MP+8MP+8MP মূল ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
- 128GB+8GB RAM ও 256GB+8GB RAM এই দুইটি ভ্যারিয়্যান্ট রয়েছে। যা UFS 3.1 প্রযুক্তিতে তৈরি।
দুর্দান্ত ফোন হিসেবে স্বীকৃতি পেল Lava Agni 3 এ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আরো স্মার্টফোন সম্পর্কে জানুন: Xiaomi Poco X6 এর আসল দাম কত না জানলেই মিস
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)