Smartphones
Trending

জুনেই লঞ্চ হবে Xiaomi Poco M6 4G

জুনেই লঞ্চ হবে Xiaomi Poco M6 4G এমন একটি বার্তা সম্প্রতি প্রকাশিত হয়েছে শাওমির একটি অফিসিয়াল তথ্য মতে। বাংলাদেশী টাকায় ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকার মধ্যে এই মোবাইলটি লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে। তবে কম টাকার মধ্যে আসুন আমরা জেনে Xiaomi Poco M6 4G স্মার্টফোন দিতে কি কি থাকছে।

জুনেই লঞ্চ হবে Xiaomi Poco M6 4G
জুনেই লঞ্চ হবে Xiaomi Poco M6 4G

Xiaomi Poco M6 4G এর স্পেসিফিকেশন (লিক)

  • Xiaomi Poco M6 4G মোবাইলটি মূলত একটি ফোরজি স্মার্টফোন।
  • 5030 mAh এর বড় ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে। এই স্মার্টফোনটি চার্জ করার জন্য ৩৩ ওয়াটের চার্জিং সুবিধা পাবেন।
  • মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকছে সাইড মাউন্টেন্ড ফিঙ্গারপ্রিন্ট।তবে ফেস আনলক,পিন,পার্সওয়াড এ সকল ধরনের ফিচার এই ফোনটিতে রয়েছে।
  • মোবাইলটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পাওয়া যাবে ও মোবাইলটিতে রয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
  • মোবাইলটির পিছনের ক্যামেরা রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ক্যামেরার সেটআপ যথাক্রমে ১০৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল।অন্যদিকে সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।মোবাইলটির সেলফি ক্যামেরা ও ও পিছনের ক্যামেরা ব্যবহার করে আপনি সর্বোচ্চ 1080p@30fps ভিডিও ধারন করতে পারবেন।
  • Mediatek Helio G91 Ultra এর চিপসেট রয়েছে এই স্মার্টফোনে। এছাড়া লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৪ রয়েছে এই স্মার্টফোনে।
  • মোবাইল থেকে ডিসপ্লের টাকা হিসেবে থাকবে IPS LCD ও ডিসপ্লেতে ৯০ হার্জের রিফ্রেশ রেট থাকছে। মোবাইলটি রেজুলেশন হচ্ছে 1080 x 2460 পিক্সেল। মোবাইল দিয়ে ডিসপ্লে বেশ বড় ডিসপ্লে কারণ মোবাইল দিতে ডিসপ্লে রয়েছে ৬.৭৯ আকারের ডিসপ্লে। মোবাইলটি ডিসপ্লেটি প্রটেকশন করছে Corning Gorilla Glass।

কম দামের মধ্যে যারা একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেশ ভালো একটি স্মার্ট ফোন হতে পারে। মোবাইলটি দিয়ে বেশ ভালো ফটোগ্রাফি করা যাবে।

আপনি আরও জানতে পারেন: দুর্দান্ত ক্যামেরায় আসছে Apple iPhone 16 Pro Max

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *