Tecno তার ব্যবহারকারীদের অবাক করে থাকে সব সময় আর কথা চিন্তা করে Tecno চলতি মাসে অর্থাৎ এই জুন মাসেই নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। মোবাইলটির মডেল নম্বর হচ্ছে Tecno Spark 20 Pro 5G। তবে আসুন স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নি।
Tecno Spark 20 Pro 5G এর দাম বাংলাদেশে
Tecno Spark 20 Pro 5G এর বাংলাদেশ অফিশিয়াল দাম কত এই সম্পর্কে কোন তথ্য প্রকাশ হয়নি। এমনকি বাংলাদেশের মোবাইলটি ছেলে কত হাজার টাকা পাওয়া যাবে সম্পর্কে কোন তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
Tecno Spark 20 Pro 5G এর স্পেসিফিকেশন
- মোবাইলটি একটি 5G স্মার্টফোন।
- মোবাইলটির বডির ডাইমেনশন 168.5 x 76.2 x 8.3 মিলি মিটার। আপনি মোবাইলটিতে দুইটি ন্যানো আকৃতির সিম কার্ড ব্যবহার করতে পারবেন । IP53, dust and splash resistant সুবিধা রয়েছে মোবাইলটিতে।
- IPS LCD এর টাইপের ডিসপ্লে থাকবে ফোনটিতে ও সাথে 120Hz রিফ্রেশ রেট। মোবাইলটির ডিসপ্লের আকার ৬.৭৮ ইঞ্চি।
- মোবাইলটিতে লেটেস্ট অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১৪ রয়েছে। Mediatek Dimensity 6080 এর ৬ ন্যানোমিটার চিপসের ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।
- 256GB + 8GB RAM এর একটি ভেরিয়ান্টে মোবাইলটি পাওয়া যাবে।
- মোবাইলটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ ১০৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল রয়েছে মোবাইলটির পিছনের ক্যামেরায়।অনুরূপভাবে মোবাইলটির সামনের ক্যামেরায় অর্থাৎ সেলফি ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
- মোবাইলটিতে রয়েছে side-mounted ফিঙ্গারপ্রিন্ট ও প্রয়োজনীয় সকল সেন্সর।
- 33W এর ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে ও মোবাইলটিতে ব্যাটারি সেভ রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের বিশাল একটি ব্যাটারি। যা লং টাইম ধরে স্মার্টফোন ব্যবহার করতে সাহায্য করে।
সম্মেলিয়ে মোবাইলটি বেশ ভালো যদি মোবাইলটি মিড রেঞ্জের স্মার্টফোন হয়ে থাকে। মোবাইলে সম্পর্কে অফিসিয়াল তথ্য প্রকাশের সাথে সাথে আমরা আপনাকে মোবাইলটির দাম সম্পর্কেও বিস্তারিত জানাবো।
আপনি আরো জানতে পারেন: প্রকাশ্যে এল OnePlus Nord CE4 Lite 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)