বর্তমান সময় পর্যন্ত আইফোনের ১৫ সিরিজ পর্যন্ত ছিল। কিন্তু আইফোন ১৬ সিরিজের ঘোষণা দিল অ্যাপল, দাম কত জানেন তো আপনি। যদি না জেনেও থাকেন তাহলেও সমস্যা নেই কারন আজকের এউ আলোচনা থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন।
অ্যাপল সম্প্রতি আইফোন ১৬ সিরিজের চারটি নতুন মডেল লঞ্চ হওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ইটস গ্লো টাইম’ ইভেন্টে অ্যাপলের সিইও টিম কুকের নেতৃত্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্যের বিস্তারিত প্রকাশ করেন। চলুন, নতুন পণ্যের মডেল ও দাম সম্পর্কে জানি।
আইফোন ১৬ সিরিজের মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট ও জেনারেটিভ এআই নিউরাল ইঞ্জিন। আইফোন ১৬ ও ১৬ প্লাসে একটি নতুন বাটন যোগ করা হয়েছে যা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা ও ভিডিও রেকর্ড করা সহজ করে দেয়। ৬.১ ইঞ্চি স্ক্রীনের আইফোন ১৬ এর দাম হবে সংস্করণের উপর নির্ভর করে ৭৯৯ ডলার বা প্রায় ৯৬ হাজার টাকা। অন্যদিকে, ৬.৭ ইঞ্চি স্ক্রীনের আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকা।
আইফোন ১৬ পাঁচটি রঙে পাওয়া যাবে: সাদা, কালো, সবুজ, গোলাপি এবং নীল। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের স্ক্রীনের মাপ যথাক্রমে ৬.৩ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি। এই মডেলগুলোর দাম হবে যথাক্রমে ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং ১ হাজার ১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।
আরো জানতে পারেন: মোবাইলের ব্যাটারি কিভাবে ভালো রাখা যায়
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
সূএ: প্রথম আলো