Oppo বরাবর তাদের নতুন স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকদের খুশি করার চেষ্টা করেন। তেমনি বাজারে Oppo. এর নতুন মডেলের স্মার্টফোন আসতে চলেছে মোবাইলটি মডেল নম্বর Oppo A3।মোবাইলটি এই জুলাই মাসের ৫ তারিখে অফিশিয়ালি বাজারে আসবে। তাহলে দেরি কেনো মোবাইলটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক এক নজরে।
Oppo A3 এর স্পেসিফিকেশন
Oppo A3 একটি অসাধারণ পারফরম্যান্সের স্মার্টফোন যা আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ। এটি Android 14 এবং ColorOS 14 অপারেটিং সিস্টেম এ পরিচালিত, যা উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Qualcomm SM6375 Snapdragon 695 5G চিপসেট এবং Octa-core প্রসেসর (2×2.2 GHz Kryo 660 Gold & 6×1.7 GHz Kryo 660 Silver) নিশ্চিত করে যে ডিভাইসটি দ্রুত এবং সুষ্ঠুভাবে কাজ করবে। তবে গ্রাফিক্সের জন্য, Oppo A3-তে Adreno 619 GPU রয়েছে যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে চমৎকার পারফরম্যান্স প্রদান করে।
ডিভাইসটির স্টোরেজ এর ক্ষেএে বেশ কয়েকটি ভেরিয়েন্ট দেখা যায় যেমন, 256GB+8GB RAM, 256GB+12GB RAM, এবং 512GB +12GB RAM, যা UFS 2.2 প্রযুক্তির মাধ্যমে দ্রুত ডেটা স্থানান্তর নিশ্চিত করে। মাইক্রোএসডিএক্সসি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ আরও বৃদ্ধি করা যায়। আজকাল প্রায় অনেকে স্মার্ট ফোনেই মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা থাকে না। তবে এক্ষেত্রে ফোনটিতে এই সুবিধাটি লাভ করা যাবে।
Oppo A3-তে 5000 mAh ব্যাটারি রয়েছে যা দীর্ঘস্থায়ী ব্যাকআপ প্রদান করে। 45W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, এটি ৩০ মিনিটে ৫০% চার্জ করতে সক্ষম (প্রচলিত)। ডিভাইসটি রিভার্স ওয়্যার্ড চার্জিংও সাপোর্ট করে।
ডিসপ্লের দিক থেকে, Oppo A3-তে 6.7 ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে, যা 1B রং, 120Hz রিফ্রেশ রেট, এবং 600 nits (সাধারণ) এবং 1200 nits (পিক) উজ্জ্বলতা প্রদান করে। স্ক্রিনটি Corning Gorilla Glass 7i দ্বারা সুরক্ষিত। 1080 x 2412 পিক্সেল রেজোলিউশন এবং ২০:৯ অনুপাতের স্ক্রিন-টু-বডি রেশিও (প্রায় ৮৮.২%)। এক কথায় মোবাইলটি ডিসপ্লে পারফেক্ট।
ফটোগ্রাফির জন্য, Oppo A3-তে একটি ডুয়াল প্রধান ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল ফ/১.৮ অ্যাপারচার সহ এবং একটি ২ মেগাপিক্সেল ডিপথ্ সেন্সর। ক্যামেরাটি LED ফ্ল্যাশ, HDR, এবং প্যানোরামা মোড সাপোর্ট করে এবং 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল ফ/২.০ অ্যাপারচার সহ এবং এটি প্যানোরামা এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Oppo A3-এর বডি গ্লাস ফ্রন্ট (Gorilla Glass 7i), প্লাস্টিক ফ্রেম, এবং গ্লাস ব্যাক এর ধারা তৈরি। মোবাইলটির ডাইমেনশন অর্থাৎ মাত্রা ১৬২.৫ x ৭৫.৪ x ৭.২ মিলিমিটার এবং ওজন মাএ ১৭৮ গ্রাম। ডিভাইসটি ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট।
যদিও মোবাইল দিয়ে অফিশিয়ালি এখনো লঞ্চ হয়নি। আগামী ৫ জুলাই তারিখের পরবর্তী সময়ে Oppo A3 এর আপডেট তথ্য জানা যাবে।
আরো জানতে পারেন:১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi 13 বাংলাদেশে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)