মাত্র 10,799 টাকা দামে লঞ্চ হল Infinix Smart 8 HD
মাত্র 10,799 টাকা দামে লঞ্চ হল Infinix Smart 8 HD, রয়েছে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল ক্যামেরা, ইনফিনিক্স বরাবরই বাংলাদেশের বাজারে কম দামে অসাধারণ ডিভাইস লঞ্চ করে থাকে। এবার ইনফিনিক্স কোম্পানি তাদের Smart সিরিজের Infiix Smart 9 HD মডেলটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেছে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে। মোবাইলটিতে পাওয়া যাবে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 14 ও ইনফিনিক্স এর লেটেস্ট UI= XOX 14। এছাড়া ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি এই ফোনটিতে পাওয়া যাবে। বর্তমানে Infiix Smart 9 HD এর ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশের বাজারে মাত্র ১০,৭৯৯ টাকা। তাহলে দেরি কেন? Infiix Smart 9 HD সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Infiix Smart 9 HD এর স্পেসিফিকেশন
- Infiix Smart 9 HD 4G স্মার্টফোন। মোবাইলটিতে দুইটি ন্যানো আকৃতির সিম কার্ড ব্যবহার করা যাবে।
- মোবাইলটির বডির বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, মোবাইলটির বডির ডাইমেনশন ১৬৫.৭x৭৭.১ x৮.৩৫ মিলিমিটার ও ওজন মাএ ১৮৮ গ্রাম। তবে মোবাইলটির বডির ফিচারে IP54 ধুলা ও পানির ছিটা প্রতিরোধী সুবিধা রয়েছে।
- লেটেস্ট অপারেটিং রয়েছে মোবাইলটিতে Android 14 ( Go edition)। মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81, যা কম বাজেটের মধ্যে বেশ ভালো চিপসেট।
- Infiix Smart 9 HD ক্যামেরার ক্ষেত্রে পিছনের ক্যামেরা তে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ যা সর্বোচ্চ 1080p@30fps ফরম্যাট পর্যন্ত ভিডিও ধারণ করতে সক্ষম। অন্যদিকে মোবাইলটি সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের ক্যামেরা হয়েছে ।
- মোবাইলটি লম্বা সময় ধরে ব্যবহার করার জন্য রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের বড় একটি ব্যাটারি এবং মোবাইলটি দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
- মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর বিদ্যমান রয়েছে। সাইড মাউন্টেন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে।
এই বাজেটের মধ্যে মোবাইলটি কেমন হবে?
প্রতিটি স্মার্টফোনের বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে যার কারণে গ্রাহক স্মার্টফোনটি পছন্দ করেন আবার কখনো অপছন্দ করেন। নিন্মে ছকে Infiix Smart 9 HD কিছু মোবাইলটির সুবিধা ও অসুবিধা উপস্থাপন করা হয়েছে:
সুবিধা | অসুবিধা |
90Hz রিফ্রেশ সহ 6.7-ইঞ্চি ডিসপ্লে | 13MP এবং 8MP ক্যামেরা |
5000mAh ব্যাটারি | চার্জিং স্পিড মাত্র 10W |
ফিঙ্গারপ্রিন্ট আনলক | সাইড মাউন্টেড |
অপারেটিং সিস্টেম | Android 14 |
বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার নিকটস্থ Infiix এর অফিসিয়াল শোরুমে ভিজিট করুন। তবে Infiix Smart 9 HD ক্রয় করার পূর্বে অবশ্যই এই বাজেটের বিকল্প স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।
আরো জানতে পারেন: মাএ ৯৪৯০ টাকায় itel S23, না জানলেই মিস
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)