Smartphones

মাত্র 10,799 টাকা দামে লঞ্চ হল Infinix Smart 8 HD

মাত্র 10,799 টাকা দামে লঞ্চ হল Infinix Smart 8 HD, রয়েছে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল ক্যামেরা, ইনফিনিক্স বরাবরই বাংলাদেশের বাজারে কম দামে অসাধারণ ডিভাইস লঞ্চ করে থাকে। এবার ইনফিনিক্স কোম্পানি তাদের Smart সিরিজের Infiix Smart 9 HD মডেলটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেছে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে। মোবাইলটিতে পাওয়া যাবে লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 14 ও ইনফিনিক্স এর লেটেস্ট UI= XOX 14। এছাড়া ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০০০ মিলি এম্পিয়ারের বড় ব্যাটারি এই ফোনটিতে পাওয়া যাবে। বর্তমানে Infiix Smart 9 HD এর ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশের বাজারে মাত্র ১০,৭৯৯ টাকা। তাহলে দেরি কেন? Infiix Smart 9 HD সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Infiix Smart 9 HD এর স্পেসিফিকেশন

মাত্র 10,799 টাকা দামে লঞ্চ হল Infinix Smart 8 HD, রয়েছে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল ক্যামেরা
Infinix Smart 8 HD
  • Infiix Smart 9 HD 4G স্মার্টফোন। মোবাইলটিতে দুইটি ন্যানো আকৃতির সিম কার্ড ব্যবহার করা যাবে।
  • মোবাইলটির বডির বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, মোবাইলটির বডির ডাইমেনশন ১৬৫.৭x৭৭.১ x৮.৩৫ মিলিমিটার ও  ওজন মাএ ১৮৮ গ্রাম। তবে মোবাইলটির বডির ফিচারে IP54 ধুলা ও পানির ছিটা প্রতিরোধী সুবিধা রয়েছে।
  • লেটেস্ট অপারেটিং রয়েছে মোবাইলটিতে Android 14 ( Go edition)। মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81, যা কম বাজেটের মধ্যে বেশ  ভালো চিপসেট।
  • Infiix Smart 9 HD  ক্যামেরার ক্ষেত্রে পিছনের ক্যামেরা তে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ যা সর্বোচ্চ 1080p@30fps ফরম্যাট পর্যন্ত ভিডিও ধারণ করতে সক্ষম। অন্যদিকে মোবাইলটি সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের ক্যামেরা হয়েছে
  • মোবাইলটি লম্বা সময় ধরে ব্যবহার করার জন্য রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের বড় একটি ব্যাটারি এবং মোবাইলটি দ্রুত চার্জ করার জন্য রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
  • মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর বিদ্যমান রয়েছে। সাইড মাউন্টেন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে।

এই বাজেটের মধ্যে মোবাইলটি কেমন হবে?

প্রতিটি স্মার্টফোনের বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে যার কারণে গ্রাহক স্মার্টফোনটি পছন্দ করেন আবার কখনো অপছন্দ করেন। নিন্মে ছকে Infiix Smart 9 HD কিছু মোবাইলটির সুবিধা ও অসুবিধা উপস্থাপন করা হয়েছে:

সুবিধা অসুবিধা
90Hz রিফ্রেশ সহ 6.7-ইঞ্চি ডিসপ্লে 13MP এবং 8MP ক্যামেরা
5000mAh ব্যাটারি চার্জিং স্পিড মাত্র 10W
ফিঙ্গারপ্রিন্ট আনলক সাইড মাউন্টেড
অপারেটিং সিস্টেম Android 14

বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার নিকটস্থ Infiix এর অফিসিয়াল শোরুমে ভিজিট করুন। তবে Infiix Smart 9 HD  ক্রয় করার পূর্বে অবশ্যই এই বাজেটের বিকল্প স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

আরো জানতে পারেন: মাএ ৯৪৯০ টাকায় itel S23, না জানলেই মিস

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *