চলতি মাসেই লঞ্চ হবে Oppo F27 Pro+ জানা গিয়েছে চলতি জুন মাসের ২০ তারিখে বাজারে আসতে চলেছে Oppo এর নতুন স্মার্টফোন। বাজারে লঞ্চ করা আগে মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য লিক হয়েছে যার কারনে আপনি মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। নিন্মে এ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে:
Oppo F27 Pro+ দাম কত
Oppo F27 Pro+ মোবাইলটি ভারতের বাজারে লঞ্চ হবে ২৭,৯৯৯ টাকায় অর্থ বাংলাদেশে মোবাইলটির সম্ভাব্য দাম হতে পারে ৪২,০০০ টাকা কিংবা ৪৩,০০০ টাকা। তবে লেটেস্ট দাম পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Oppo F27 Pro+ এর স্পেসিফিকেশন
- মোবাইল দিতে ৫০০০ মিলি এম্পিয়ার এর বড় একটি ব্যাটারি রয়েছে আর মোবাইলটি চার্জ করার জন্য আপনি 67W wired ফার্স্ট চার্জিং সুবিধা পাবেন।
- Under display ফিঙ্গারপ্রিন্ট সহ এই ফোনটিতে প্রয়োজনে সকল সেন্সর রয়েছে।
- মোবাইলটিতে রয়েছে AMOLED এর ডিসপ্লে সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট। তবে ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি।
- Mediatek Dimensity 7050 এর ৬ ন্যানোমিটার চিপসেট রয়েছে। এছাড়া এই মোবাইলটির লেটেস্ট অপারেটিং সিস্টেমে পরিচালিত একটি স্মার্টফোন।
- মোবাইলটি বর্তমানে দুইটি ভেরিয়েন্টের বাজারে পাওয়া যাবে জুন মাসের ২০ তারিখ থেকে তা হলো 128GB+8GB RAM ও 256GB+8GB RAM।
- মোবাইলের পিছনের ক্যামেরা এর ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যা ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। অন্যদিকে মোবাইলটির সেলফি ক্যামেরা আজ মেগাপিক্সেলের। মোবাইলটির উভয় ক্যামেরা দিয়ে 4K@30fps ফরমেটের ভিডিও ধারণ করা যাবে।
এছাড়া বাজেট বিবেচনায় এই স্মার্টফোনের সকল ধরনের ফিচার উপলব্ধ থাকবে।
আপনি আরো একটি স্মার্টফোনের লেটেস্ট নিউজ জানতে পারেন: 16.71% ডিসকাউন্টে মিলছে Oppo A9 (2020)
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)